দুষ্মন্তের প্রতি শকুন্তলা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

 


দুষ্মন্তের প্রতি শকুন্তলা

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১। বীরাঙ্গনা কাব্যের প্রথম পত্রিকাটির নাম কি ?

উত্তর:- দুষ্মন্তের প্রতি শকুন্তলা  ।

২। শকুন্তলার মায়ের নাম কি ?

উত্তর:- মেনকা ।

৩। শকুন্তলা প্রথম দুষ্মন্ত কে দেখেন ?

উত্তর:- কন্নের আশ্রমে ।

৪। এই পত্রের বিষয়টি কি ?

উত্তর:- এই পত্রের বিষয় হল শকুন্তলার বিরহ ।

৫। " নমে রাজপদে রাজেন্দ্র " এখানে রাজেন্দ্র বলতে কাকে বোঝানো হয়েছে ?

উত্তর:- " নমে রাজপদে রাজেন্দ্র " এখানে রাজেন্দ্র বলতে বোঝানো হয়েছে দুষ্মন্ত কে ।

৬। " বনবাসিনি দাসী " বলতে কাকে বোঝানো হয়েছে ?

উত্তর:- " বনবাসিনি দাসী " বলতে শকুন্তলাকে বোঝানো হয়েছে । 

৭। করী কথার অর্থ কী ?

উত্তর:- করী কথার অর্থ হল হাতি ।

৮। প্রীয়ংবদা কথার অর্থ কী ?

উত্তর:- প্রীয়ংবদা কথার অর্থ হল প্রিয়ভাষীনি ।

৯। " বিতরিশ আজি হেথা পরিমল সুধা " এখানে পরিমল কথার অর্থ কী ?

উত্তর:- " বিতরিশ আজি হেথা পরিমল সুধা " এখানে পরিমল কথার অর্থ অমৃত গন্ধ ।

১০। " সমীরণ আসি নাচে তারে লয়ে "  এ খানে " সমীরণ " কথার অর্থ কী ?

উত্তর:- " সমীরণ আসি নাচে তারে লয়ে "  এ খানে " সমীরণ " কথার অর্থ বায়ু ।

১১। শকুন্তলার পিতা ও মাতার নাম কি ?

উত্তর:- শকুন্তলার পিতার নাম বিশ্বমিত্র এবং মাতার নাম মেনকা ।

১২। " গান্ধব বিবাহ "কী ?

উত্তর:- এক ধরনের বিবাহ , যেখানে পুরোহিত ও সম্প্রদানের কোনো প্রয়োজন নেই । এ বিবাহে বর ও পাত্রী নিজেরাই মুখ্য ভূমিকা নেই ।

১৩। শকুন্তলার পিতা ও মাতার নাম লেখ? সে কার দ্বারা প্রতিপালিত?

বিশ্বামিত্র ও মা মেনকার গর্ভে জন্মগ্রহণ করেন। সে পিতৃ-মাতৃ পরিত্যন্তা হয়ে করমূণির দ্বারা প্রতিপালিত।


১৪। শকুন্তলা কেন দুষ্মন্তকে পত্র লিখেছে?

রাজা দুষ্মন্ত শকুন্তলার অসাধারণ রূপলাবণ্যে মুগ্ধ হয়ে গান্ধব মতে বিবাহ করে এবং সে স্বদেশে ফিরে শকুন্তলা ভুলে যায়, শকুন্তলাকে নিয়ে যাবার প্রতিজ্ঞা করলেও। এই ব্যপা থেকেই শকুন্তলা দুষ্মন্তকে পত্র লিখেছে। 

১৫। "যদিও তুমি ভুলিয়াছ তারে, ভুলিতে তোমারে পারে কি অভাগী" কে কাকে 'ভুলিয়াছ' বলে অভিযোগ করেছে? এটি কোন সর্গের অন্তর্গত, কোন কাব্যের?

'বীরাঙ্গনা' কাব্যের প্রথম সর্গে শকুন্তলা রাজা দুষ্মন্তকে এই অভিযোগটি করেছেন।

১৬।"হ্যাদে দেখ সই, এতদিনে আজি স্মরিলা লো প্রাণেশ্বর এ তাঁর দাসীরে।"-উদ্ধৃতাংশটিতে কে কাদের সম্বোধন করে বলেছে? তাদের নাম বলো? বক্তাকে কে স্মরণ করছে বলে আশা করা হয়েছে?

উদ্ধৃতাংশটিতে শকুন্তলা তার দুইসখী, অনুসূয়া ও প্রিয়ম্বদা কে লক্ষ করে বলেছে। সে আশা করেছে রাজা দুষ্মন্ত হয়তো তাকে স্মরণ করে তাদের কাছে আসছে।

১৭। 'বজ্র সম অপবাদ বাজে পোড়া বুকে। কারা কাকে অপবাদ দিলে বক্তার বুকে বাজে?

শকুন্তলার দুই প্রিয় বান্ধবী অনুসূয়া ও প্রিয়ম্বদা রাজা দুষ্মন্তের নামে অপবাদ দিলে শকুন্তলার বুকে বজ্র সম বাজে। কারণ শকুন্তলা অন্তর থেকে যে দুষ্মন্তকে ভালোবাসে।

১৭।"হে বিধাতা; এই কিরে ছিল তোর মনে"

কে কার কাছে এই অভিযোগ করেছে? কেন করেছে?

শকুন্তলা রাজা দুষ্মন্তকে উদ্দেশ্য করে এ কথা বলেছে। কারণ রাজা দুষ্মন্ত প্রতিজ্ঞা তাকে বিবাহ করলেও পরবর্তী কালে শকুন্তলাকে সে বিস্মৃত হয় তাই।

১৮। বন নিবাসীনী আমি'

কে কেন বননিবাসীনী বলে উল্লেখ করেছে নিজেকে?

✓ 'দুষ্মন্তের প্রতি শকুন্তলা' পত্রে, 'বীরাঙ্গনা' কাব্যে' শকুন্তলা নিজে বন নিবাসীনী বলে করেছে। কারণ সে শৈশব থেকে পিতৃমাতৃ পরিত্যক্ত হলে কথ মুণির আশ্রমে প্রতি- হয়েছে তাই সে বননিবাসীনী।

১৯। "এ নব যৌবনে এবে ত্যাজিলা কি তুমি'

-এখন এই নব যৌবনে বক্তা কার দ্বারা পরিত্যজ্য হয়েছে? সে আগে কার দ্বারা ত্যাজ্য হয়েছিল?

✓ এই নব যৌবনে রাজা দুষ্মন্ত কর্তৃক শকুন্তলা পরিত্যাজ্য হয়েছে। আগেই সে পিতৃমাতৃ ত্যাজ্য হয়েছিল।

২০।'আসিবেন তা কম্ব ফিরি যবে বনে;

- কথক কে? তার ফিরে আসার সাথে বক্তার কী সম্পর্ক?

✓ কর হলেন বিশিষ্ট মুনি। তাঁর আশ্রমেই শকুন্তলা প্রতিপালিত। অথচ তাঁর অনুপস্থিতিতে শকুন্তলা রাজা দুষ্মন্তকে গান্ধর্ব মতে বিবাহ করে যেটি অবশ্যই ঋষি কম্বের কাছে অপ্রত্যাশিত ও অমার্জনীয় - তাই সে একথা বলেছে।

২১।'এ মনে যে সুখ পাখী ছিল বাসা বাঁধি

কেন ব্যাধ বেশে আসি বধিলে তাহারে।' -কার মনের কথা বলা হয়েছে? কে ব্যাধবেশে এসে সেই সুখপাখীকে বধ করেছে?

✓ এখানে শকুন্তলার মনের কথা বলা হয়েছে। রাজা দুষ্মন্ত ব্যাধবেশে এসে সেই সুখপাখী বধ করেছে। অর্থাৎ শকুন্তলা দুষ্মন্তকে ভালোবেসে পরিত্যজ্য হলে তার মনে সুখের লেশমাত্র নেই থাকার কথাও নয়।

২২• শকুন্তলা কাকে পত্রবাহক হিসাবে নিয়োগ করতে চেয়েছে সে কিসের উপর পত্রটি রচনা করেছে?

পত্রবাহক হিসাবে হরিণকে নিয়োগ করতে চেয়েছে।

২৩।পত্রিকাটিতে ওভিদের কোন্ পত্রের প্রভাব আছে?

✓ পত্রটিকে ওভিদের 'Physsis to Demophon' পত্রের প্রভাব আছে।

২৪। অর্থ লেখ:

✓ মদকল - মদম ও অস্ফুট শব্দকারী। পিতৃস্বশা- বাবার বোন, পিসিমা। বাজীরাজী - ঘোড়াসমূহ। অলকাসদনে - স্বর্গে। শিলীমুখ- ভ্রমর। কলাধর- চাঁদ। কুরঙ্গ - হরিন

Teacher: Sima Ghosh 


Comments