পঞ্চম শ্রেণীর বাংলা কবিতা 'মাঠ মানে ছুট'

 

কবি কার্তিক ঘোষের 'মাঠ মানে ছুট' কবিতায় 'মাঠ' ও 'ছুট' শব্দের অর্থ কী?


উ:

কবি কার্তিক ঘোষের 'মাঠ মানে ছুট' কবিতাতে 'মাঠ' ও 'ছুট' শব্দের অনেক অর্থ ধরা পড়ে। এখানে মাঠ হলো মুক্তির প্রতীক যেখানে মানুষ আনন্দ, হাসি, হৈ-হুল্লোড় এবং খেলায় মেতে থাকে। এবং মাঠ মানে কবি বলেছেন এক অর্থে 'ছুট' কারণ ছুট মানে সব বন্ধন থেকে মুক্তি।

Comments