বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্স cc2 সাজেশন

 


                   বর্ধমান বিশ্ববিদ্যালয়

                       বাংলা সন্মানিক

                   প্রথম সেমিস্টার, CC2

 সময় - ২ ঘন্টা                            পূর্ণমান - ৬০           


ক) যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও। (২×১০=২০)

১ ছন্দের উপাদানগুলির উল্লেখ করো।

২. অক্ষর কাকে বলে? অক্ষরের ওপর নাম কী?

৩. প্রবোধচন্দ্র সেন যতিকে কয় ভাগে ভাগ করেছেন, কী কী ?

৪.  ব্যাতিরেক অলঙ্কার কাকে বলে? কয় প্রকার ও কী কী?

৫. শ্বসাঘাত কাকে বলে? কোন রীতির ছন্দে শ্বাসাঘাত প্রবল হয়?

৬. ছেকানুপ্রাস কাকে বলে? ছেক শব্দের অর্থ কী?

৭. শব্দালংকারের দুটি বৈশিষ্ট্য লেখো।

৮.  ছেদ ও যতির দুটি পার্থক্য লেখো।

৯.  একপদী কাকে বলে? উদাহরণ দাও।

১০. সাদৃশ্যমূলক অর্থালঙ্কারের প্রধান অংশ  কয়টি ও কী কী?

১১. বিরোধমূলক অলংকার কাকে বলে? কয় প্রকার ও কী কী?

১২. পর্বাঙ্গ কাকে বলে? উদাহরণ দাও।


খ) যেকোনো চারটি প্রশ্নের উত্তর লেখো। (৫×৪=২০)

১. সমাসোক্তি অলঙ্কার কাকে বলে? বৈশিষ্ট্য লেখো। ২+৩=৫

২. মিশ্র কলাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য লেখো। এই ছন্দের নাম 'মিশ্রকলাবৃত্ত' কেন? ৩+২=৫

৩. যমক অলঙ্কারের শ্রেণীবিভাগ করো।

৪."হালকা হাওয়ায় বল্লম  উঁচু ধরো

সাত সমুদ্র চৌদ্দ নদী পার

হালকা হাওয়ায় হৃদয় দু হাতে ভরো

হঠকারিতায় ভেঙে দাও ভীরু দ্বার।"

- ছন্দ নিরূপণ করে বৈশিষ্ট্য লেখো।

৫. " মৃত্যুর গর্জন শুনেছে সে সঙ্গীতের মত" - এটি কী অলঙ্কার? ব্যাখ্যাসহ দেখাও।


গ) যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও। ( ১০×২=২০)

১. উপমা অলঙ্কার কাকে বলে? উদাহরণসহ উপমা অলঙ্কারের শ্রেণীবিভাগ করো।

অথবা

উদাহরণসহ রূপক অলঙ্কারের প্রত্যেক শ্রেণীর পরিচয় দাও।

২. গদ্য ছন্দের স্রষ্টা কে? গদ্যছন্দের বৈশিষ্ট্য গুলি উল্লেখ করে উদাহরণসহ বুঝিয়ে দাও।

অথবা

মুক্তক ছন্দে কবি রবীন্দ্রনাথের পরীক্ষা ও সফলতা বিষয়ে নাতিদীর্ঘ প্রবন্ধ রচনা করো।



Comments