কেতকাদাস ক্ষেমানন্দ







কেতকাদাস ক্ষেমানন্দের আত্মপরিচয় ও কাব্য বৃত্তান্ত।


আত্মপরিচয়:

কেতকাদাস ক্ষেমানন্দ জন্মগ্রহণ করেন বর্ধমান জেলার কাঁদড়া গ্রামে, কায়স্থ বংশে। তাঁর প্রকৃত নাম ক্ষেমানন্দ। কেতকা অর্থাৎ মনসার দাস বলে তাকে কেতকাদাস ক্ষেমানন্দ বলা হয়। অনেকেই বলেন এই কেতকাদাস আলাদা ব্যক্তি এবং ক্ষেমানন্দ আলাদা ব্যক্তি। আবার কেউ কেউ বলেন কেতকাদাস তাঁর উপাধি ছিল।



কাব্যবৃত্তান্ত:

কেতকাদাস কাব্যটির নামরণ করেন 'জগতীমঙ্গল'। পূর্ব বঙ্গে তাঁর কাব্য 'ক্ষেমানন্দী' নামে পরিচিত। ক্ষেমানন্দের কাব্য প্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করে। ১৮৪৪ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যতীন্দ্রমোহন ভট্টাচার্যের সম্পাদনায় কেতকাদাসের মনসামঙ্গল কাব্য প্রথম মুদ্রিত হয়।

Comments