তেলেনাপোতা আবিষ্কার MCQ প্রশ্নোত্তর

তেলেনাপোতা আবিষ্কার (প্রেমেন্দ্র মিত্র )

M C Q question answer (set-1)

Teacher : Sima Miss

(Bengali honours, M.A, B.ed)


১। ‘ বড়ো রাস্তা থেকে নেমে সেই ভিজে জলার কাছেই গিয়ে দাঁড়াতে হবে আপনাকে ।’ কারণ ?

ক) সেরকম নির্দেশই আগে আপনাকে দেওয়া হয়েছিল 

খ) সে দিক দিয়েই তেলেনাপোতা যাওয়ার পথ 

গ) সামনের ঘন জঙ্গলের ভিতর দিয়ে মনে হবে একটা কাদাজলের নালা কে যেন কেটে রেখেছে 

ঘ) এর বেশি দূর আর বাসে করে যাওয়া সম্ভব নয় 

উত্তর : গ) সামনের ঘন জঙ্গলের ভিতর দিয়ে মনে হবে একটা কাদাজলের নালা কে যেন কেটে রেখেছে 

২। ‘হঠাৎ জলের শব্দে আপনার চমক ভাঙবে ।’ জলে শব্দটার কারণ ?

ক) একটা মোটা লম্বা সাপ ভাঙা ঘাটের কোনো ফাটল থেকে বেরিয়ে এসেছে 

খ) মাছরাঙা পাখি পুকুরের জলে ঝাঁপিয়ে মাছ ধরেছে 

গ) একটি মেয়ে পিতলের ঝকঝকে কলসীতে পুকুরের পানা ঢেউ সরিয়ে জল ভরছে 

ঘ) একটি বড়ো মাছ টোপ খেয়েছে 

উত্তর : গ) একটি মেয়ে পিতলের ঝকঝকে কলসীতে পুকুরের পানা ঢেউ সরিয়ে জল ভরছে 

৩। “.....প্রায় ঘরজোড়া একটি ভাঙা তক্তাপোশে ছিন্ন কাঁথা জড়িত একটি শীর্ণ কঙ্কালসার মূর্তি শুয়ে আছে ।” ‘ছিন্ন কাঁথা’র অর্থ হল ?

ক) ছেঁড়া কম্বল

খ) ছেঁড়া কাঁথা

গ) ছেঁড়া লেপ

ঘ) এদের কোনোটিই নয় 

উত্তর : খ) ছেঁড়া কাঁথা

৪। মহানগরী থেকে তেলেনাপোতার সম্ভাব্য দুরত্ব ?

) কুড়ি মাইল

খ) বাইশ মাইল

গ) পঞ্চাশ মাইল

ঘ) ত্রিশ মাইল

উত্তর : ঘ) ত্রিশ মাইল

৫। “বসে আছেন কেন ? টান দিন” - উক্তিটির বক্তা ?

ক) যামিনী

খ) মনি 

গ) কথক

ঘ) নিরঞ্জন

উত্তর : ক) যামিনী

৬। তেলেনাপোতায় ফিরে যাওয়ার প্রস্তুতির দিনে থার্মোমিটারের পারা দেহের তাপমাত্রা জানাবে ?

ক) একশো ত্রিশ ডিগ্রি 

খ) একশো দুই ডিগ্রি

গ) একশো পাঁচ ডিগ্রি

ঘ) একশো চার ডিগ্রি

উত্তর : গ) একশো পাঁচ ডিগ্রি

৭। যামিনীর মা তেলেনাপোতাকে বলেছে ?

ক) মৃত্যুপুরী

খ) স্বর্গপুরী

গ) পাতালপুরী

ঘ) প্রেতপুরী

উত্তর : ঘ) প্রেতপুরী

৮। গরুর গাড়ির গাড়োয়ান উৎসাহের সঙ্গে কি বাজাচ্ছিল ? 

ক) মাদল

খ) খোল করতাল

গ) তবলা 

ঘ) ক্যানেস্তারা

উত্তর : ঘ) ক্যানেস্তারা

৯। তেলেনাপোতা আবিষ্কার কত দিন ছুটি পেলে হবে ? 

ক) একদিন 

খ) তিনদিন

গ) দু দিন 

ঘ) পাঁচদিন 

উত্তর : গ) দু দিন

১০। মহানগরে ফিরে গল্পের কথক কোন রোগে আক্রান্ত হলেন ?

ক) ম্যালেরিয়া

খ) ফাইলেরিয়া

গ) ডেঙ্গু

ঘ) চিকুনগুনিয়া 

উত্তর : ক) ম্যালেরিয়া

১১। তেলেনাপোতায় যা ফুরোয় না বলে মনে হয় ?

ক) ভোর

খ) রাত 

গ) সময় 

ঘ) সারা দিনরাত 

উত্তর : গ) সময়

১২। নিরঞ্জন যামিনীর মাকে কোথায় কাজ করছে বলে মিথ্যা বলেছিল ?

ক) বিদেশে 

খ) দেশে 

গ) দেশের বাইরে 

ঘ) দেশের মধ্যে 

উত্তর : ক) বিদেশে 

১৩। তেলেনাপোতার পৌঁছানোর পর যে কটু গন্ধ নাকে আসবে ?

ক) পাটপচা গন্ধ

খ) পচা জলের গন্ধ

গ) পানাপচা গন্ধ

ঘ) মৃত পশুর গন্ধ

উত্তর : ক) পাটপচা গন্ধ

১৪। তক্তাপোশের একপাশে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে ? 

ক) যামিনীর মা 

খ) যামিনী 

গ) যামিনীর দিদি 

ঘ) যামিনীর ভাই 

উত্তর : খ) যামিনী 

১৫। ‘তেলেনাপোতা আবিষ্কার’ গল্পে রামায়ণের যে চরিত্রের উল্লেখ আছে সেটি হল ?

ক) মেঘনাদ

খ) মহীরাবণ

গ) রাম

ঘ) কুম্ভকর্ণ

উত্তর : ঘ) কুম্ভকর্ণ

১৬। মাঝখানে নেমে পড়তে হবে _______।

ক) আচমকা 

খ) হঠাৎ

গ) আকস্মিক

ঘ) তড়িঘড়ি

উত্তর : ক) আচমকা 

১৭। ‘কর্মভোগ সেরে আসি’ কে বলেছে ?

ক) পানরসিক মণি

খ) অভিযানের নায়ক

গ) নিদ্রাবিলাসী বন্ধু

ঘ) যামিনী 

উত্তর : ক) পানরসিক মণি 

১৮। ‘ না মাসিমা , আর পালাব না ।’ কে বলেছে ?

ক) অভিযানের নায়ক

খ) নিরঞ্জন 

গ) পানরসিক মনি 

ঘ) নিদ্রবিলাসী বন্ধু 

উত্তর : ক) অভিযানের নায়ক

১৯ । ‘তেলেনাপোতা আবিষ্কার’ প্রথম প্রকাশিত হয় কোন শারদ সংখ্যায় ?

ক) ‘দেশ’ এ

খ) ‘আনন্দবাজার’ এ

গ) ‘শনিবারের চিঠি’ তে 

ঘ) ‘যুগান্তর’ এ

উত্তর : ঘ) ‘যুগান্তর’ এ

২০। ‘তেলেনাপোতা আবিষ্কার’ গল্পটি যে গল্পগ্রন্থের অন্তর্ভূক্ত হয় তার নাম কি ?

ক) ‘কুড়িয়ে ছড়িয়ে’

খ) ‘মহানগর’

গ) ‘ধূলিধূসর’

ঘ) ‘অষ্ঠপ্রহর’

উত্তর : ক) ‘কুড়িয়ে ছড়িয়ে’

২১। যামিনীর মায়ের সঙ্গে নিরঞ্জনের শেষ দেখা হয়েছিল কত বছর আগে ? 

ক) চার বছর

খ) পাঁচ বছর

গ) ছয় বছর

ঘ) সাত বছর

উত্তর : ক) চার বছর

২২। ‘তেলেনাপোতা আবিষ্কার’ একটি কি ?

ক) মিনি গল্প

খ) ছোটোগল্প

গ) নীতিদীর্ঘ গল্প

ঘ) বড়ো গল্প

উত্তর : খ) ছোটোগল্প

২৩। ‘তেলেনাপোতা আবিষ্কার’ গল্পে তেলেনাপোতা যাওয়ার শেষ বাহনটি কি ছিল ?

ক) বাস 

খ) রিকশা 

গ) ঘোড়ার গাড়ি 

ঘ) গোরুর গাড়ি 

উত্তর : ঘ) গোরুর গাড়ি 

২৪। তেলেনাপোতার স্মৃতি আপনার কাছে একটা কি বলে মনে হবে ?

ক) ঝাপসা ছবি বলে 

খ) ঝাপসা মূর্তি বলে 

গ) ঝাপসা দুঃস্বপ্ন বলে 

ঘ) ঝাপসা স্বপ্ন বলে 

উত্তর : ঘ) ঝাপসা স্বপ্ন বলে

২৫। ‘আমি মরেও শান্তি পাব না ।’ কারণ ?

ক) তোর মতামত না পেলে 

খ) তোর অভিমত না পেলে

গ) তোর শেষ কথা না পেলে

ঘ) তোর শেষ ইচ্ছা জানতে না পারলে 

উত্তর : গ) তোর শেষ কথা না পেলে


Comments