কাকে কেন চৈতন্য লীলার ব্যাস বলা হয়?

 




কে কাকে কেন 'চৈতন্য লীলার ব্যাস' বলেছেন?

উঃ কৃষ্ণদাস কবিরাজ প্রথম বাংলা চৈতন্য জীবনীকার বৃন্দাবন দাসকে 'চৈতন্য লীলার ব্যাস' বলে অভিহিত করেছেন।

কৃষ্ণদাস কবিরাজের একথা বলার কারণ হলো প্রথমত বৃন্দাবন দাস চৈতন্য জীবনী সাহিত্যের পথপ্রদর্শক কবি।এছাড়াও ব্যাসদেব যেভাবে কৃষ্ণের বাল্যলীলা ও আবির্ভাব লীলা বর্ণনা করেছেন ঠিক একইভাবে বৃন্দাবন দাসও শ্রী চৈতন্য দেবের বাল্যলীলা ও আবির্ভাব লীলা বর্ণনা করেছেন।

তাই কৃষ্ণদাস কবিরাজ চৈতন্যচরিতামৃতের আদি লীলায় বৃন্দাবন দাসকে 'চৈতনলীলার ব্যাস' বলেছেন।


সীমা মিস

Comments