মিশ্রকলাবৃত্ত ছন্দ

 



মিশ্র কলাবৃত্ত কাকে বলে? এই ছন্দের নাম মিশ্রকলাবৃত্ত কেন?

উঃ চরণের শুরু থেকে শেষ পর্যন্ত একটানা সুর বা তানযুক্ত, ধীর লয় আশ্রিত, শোষণ শক্তি সমন্বিত, ৮ বা ১০ মাত্রার পূর্ণ পূর্বে গঠিত, সনাতন বাংলা রীতির যে ছন্দে শব্দের আদ্য ও মধ্য রুদ্ধ দল একমাত্রা মূল্য পায় শব্দের অন্ত্য রুদ্ধদল ও একক রুদ্ধদল দুইমাত্রা মূল্য পায় এবং মুক্ত দল মাত্রই একমাত্রা মূল্য  পায় তাকে বলে তানপ্রধান ছন্দ বা মিশ্র কলাবৃত্ত ছন্দ।

ছান্দসিক প্রবোধচন্দ্র সেন এই ছন্দের নাম দিয়েছিলেন অক্ষরবৃত্ত, অক্ষরবৃত্ত নামের মধ্যে এই ছন্দের চরিত্র পরিচয় ঠিক মতো ধরা পড়েনি। সেই কারণেই পরবর্তীকালে তিনি এই নামটিকে বর্জন করে নতুন নাম দেন মিশ্রকলাবৃত্ত। এই রীতিতে রুদ্ধদলের উচ্চারণের মিশ্র চরিত্রের দিকে ইঙ্গিত রেখেই এরকম নামকরণ করা হয়।

মিশ্র কলাবৃত্ত রীতিতে মুক্তদল সব জায়গাতেই একমাত্র তাই মুক্ত দল নিয়ে আমাদের কোনো ঝক্কি পোহাতে হয় না কিন্তু রুদ্ধদল বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মাত্রা হিসেবে গণ্য হয়। যেমন শব্দের আদিতে এবং মধ্যে রুদ্ধদল থাকলে তা হবে একমাত্রা কিন্তু শব্দের শেষে ও স্বতন্ত্রভাবে রুদ্ধদল থাকলে হবে দুই মাত্রা।

রুদ্ধদলের এই মিশ্র গণনা পদ্ধতির জন্যই এই ছন্দের নাম মিশ্রকলাবৃত্ত। একটি উদাহরণ দিলে বিষয়টি আরো স্পষ্ট হবে। উদাহরণ -
ভালোমন্দ দুঃখসুখ অন্ধকার আলো ৪+৪+৪+২
মনে হয় সব নিয়ে এ ধরণী ভালো ৪+৪+৪+২

Comments