শাক্ত পদাবলী / আলো মুই জানো না

 




আলো মুই জানি না পদটির প্রশ্নোত্তর

১."আলো মুই জানি না/জানিলে যাইতাম না কদম্বের তলে"- কার লেখা কোন পর্যায়ের পদ? আলো শব্দের অর্থ কী?

জ্ঞানদাসের লেখা আক্ষেপ অনুরাগ পর্যায়ের পদ

 আলো একটি সম্বোধন সূচক শব্দ। আগেকার দিনের গ্রামের মহিলাদের মুখে এই ধরনের শব্দ শোনা যেত। যেমন-হ্যালো, ওলো, আলো ইত্যাদি।

২. আলো মুই জানি না/জানিলে যাইতাম না কদম্বের তলে"- কে কাকে কার সম্পর্কে একথা বলেছেন?

রাধা তাঁর জনৈকা সখিকে শ্রীকৃষ্ণ সম্পর্কে কথা বলেছেন।

৩. "চিত মোর হরিয়া নিলে ছলিয়া নাগর ছলে" চিত ও নাগর শব্দের অর্থ কী? কাকে নাগর বলা হয়েছে?

চিৎ শব্দের অর্থ চিত্ত। নাগর শব্দের অর্থ নায়ক। এখানে শ্রীকৃষ্ণকে নাগর বলা হয়েছে।

৪. "রূপের পাথারে আঁখি ডুবে সে রহিল/ যৌবনের বনে মন হারাইয়া গেল"- তাৎপর্য লেখো।

কৃষ্ণের রূপ সমুদ্রে রাধার চোখ ডুবে গেল অর্থাৎ নায়ক কৃষ্ণের রূপ ছাড়া রাধার অন্য কিছু দেখার সামর্থই লোট পেল। কৃষ্ণের যৌবন রূপ বনে রাধার মন চিরতরে হারিয়ে গেল। জ্ঞানদাস রূপক অলংকার ব্যবহার করে যৌবনের সৌন্দর্যকে এক শ্যামল বনের সঙ্গে তুলনা করেছেন এবং সেখানেই রাধার মন খোয়া গেছে।

৫. "ঘরে যাইতে পথ মোর হইলো অফুরাণ/অন্তরে বিদরে হিয়া কি জানি কি করে প্রাণ- তাৎপর্য লেখো।

এই লাইন দুটির মধ্যে দিয়ে জ্ঞানদাস খুব সুন্দর করে রাধার সংকটকে ফুটিয়ে তুলেছেন। রাধা বলেছেন তার ঘরে ফেরার পথ অন্তহীন হয়ে পড়ছে অর্থাৎ ঘরের সাথে তার অসীম ব্যবধান তৈরি হয়েছে। সে বুঝতে পারছে না তার প্রাণ থাকবে না যাবে।

৬. "চন্দন চাঁদের মাঝে মৃগমদ ধান্দা/ তাঁর মাঝে হিয়ার পুতলি বান্ধা"- ধান্ধা ও পুতলি শব্দের অর্থ কি? তাৎপর্য লেখো।

ধান্ধা শব্দের অর্থ ধাঁধা। পুতলি শব্দের অর্থ হলো পুতুল।

শ্রীকৃষ্ণের কপালে চন্দন দিয়ে আঁকা চাঁদের মাঝখানে কস্তুরী ফোঁটা থাকে তাতেই রাধার মন ধাঁধিয়ে যাচ্ছে এবং তার হৃদয় পুতুল বাঁধা পড়েছে তার ওই কপালের টিপে।

৭. "কটি পীত বসন রসনা তাহে জড়া/ বিধি নিরমিল কুল কলঙ্কের কোঁড়া"- তাৎপর্য লেখো।

কৃষ্ণের কটি দেশে পীত বসন পরা তাতে রসনা বা বেল্ট জাতীয় এক ধরনের নিবন্ধন থাকে রাধা বলেছেন তার কলঙ্কের অঙ্কুর বিধাতার সেইখানেই বপন করেছেন।

৮. "জাতি কুলশীল মোর সব বুঝি গেল/ ভুবন ভরিয়া মোর ঘোষণা রহিলো"- তাৎপর্য লেখো।

এই উক্তির মধ্যে দিয়ে জ্ঞানদাস রাধার কলঙ্কের কথা বলেছেন। কৃষ্ণের ভালোবাসায় বিভোর হয়ে রাধার নিজের জাতি কুলের মর্য্যদা বিনষ্ট করেছে। গোটা বিশ্বজুড়ে রাধা কৃষ্ণের প্রেমলীলা ছড়িয়ে পড়েছে এবং তাতেই রাধার কলঙ্ক রাষ্ট্র হয়ে পড়েছে।

৯. "কুলবতী সতী হইয়া দু_কুলে দিলুঁ দুখ/জ্ঞানদাস কহে দৃঢ় করি থাক বুক"- দুকুল বলতে কি বোঝানো হয়েছে? তাৎপর্য লেখো।

দু-কুল বলতে রাধার বাপকুল ও শ্বশুরকুলের কথা বোঝানো হয়েছে।

রাধা সম্ভ্রান্ত ঘরের গৃহবধূ তার পিতার এবং পতি সমাজে একটা সম্মান আছে। কৃষ্ণের ভালবাসায় দিগ্বিদিক শূন্য হয়ে রাধা সেই সম্মান রাখেননি। এভাবেই সে কুলবতী নারী হয়ে তার দুই কুলকেই কষ্ট দিয়েছে। তাই জ্ঞানদাস ভনিতাতে তবলেছেন কৃষ্ণের ভালোবাসা এতো সহজে মেলে না তা পেতে গেলে মনোবল দৃঢ় করতে হবে।

১০. "আলো মুঞি জানো না"-পদটির ভনিতাটি লেখো।

"কুলবতী সতী হইয়া দু-কুলে দিলুঁ দুখ/জ্ঞানদাস কহে

 দৃঢ় করি থাক বুক"



Comments