গিরিরাজ হে জামায়ে এনো মেয়ের সঙ্গে পদটির প্রশ্নোত্তর

 




গিরিরাজ হে জামায়ে এনো মেয়ের সঙ্গে পদটির প্রশ্নোত্তর

"বলে কেসে ধরি টানে উমা চাহি আমার পানে"- উমার মা মেনোকার দিকে তাকানোর কারণ কী?

উমার মাম মেনোষকার দিকে তাকানোর মধ্যে দিয়ে মায়ের প্রতি কটাক্ষ রয়েছে। কারণ উমার এই চাহনির মধ্য দিয়ে মাকে বোঝাতে চেয়েছে- তুমি যেহুতু জামাইকে নিমন্ত্রণ করোনি তাই তোমার জন্যই আজকে আমার সন্তানের কাছে আমাকে এই প্রশ্নের মুখোমুখি হতে হলো।


"কেন এলেন না তোমার দিদি জানে"- দিদি কে?

কার না আসার কারণ দিদি জানে?

এখানে দিদি হল মা মেনকা সে কার্তিকের দিদিমা।

শিবকে যেহেতু শ্বশুরবাড়িতে নিমন্ত্রণ করা হয়নি, তাই শিব বিনা উমা একাই এসেছিল পিতৃগৃহে। ঘটনাটি ছিল তোমার কাছে যথেষ্ট অপমানকর। আই কার্তিক যখন তার মায়ের কাছে বাবা না আসার কারণ জানতে চাইলো, উমা নিজে উত্তরটি না দিয়ে প্রশ্ন বানটি মায়ের দিকে ছুঁড়ে দিল। এইভাবেই মায়ের আচরণের প্রতি সে প্রচ্ছন্ন প্রতিবাদ জানায়।


সীমা মিস।

Comments