বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্স সেকেন্ড সেমিস্টারের সাজেশন






বর্ধমান বিশ্ববিদ্যালয়

বিষয় লঙ্কাকাণ্ড (CC4)

সাজেশন - ২০২৩


ক) দু এক কথায় পূর্ণবাক্যে উত্তর দাও। (২ নম্বরের)

১ কে কেন মায়া সীতা নির্মাণ করেছিলেন?

২.রামচন্দ্র লঙ্কা তে প্রবেশের জন্য কিভাবে সেতু নির্মাণ করেছিলেন? পাঠ্য অংশে উল্লেখিত সেতু শব্দের একটি সমার্থক শব্দ লেখো। 

৩. সরমা কে? তাকে পাখির রূপ ধারণ করতে হয়েছিল কেন?

৪. মায়াসীতা বধ প্রসঙ্গে ইন্দ্রজিতের প্রতি হনুমানের সতর্ক বাণীটি কী ছিল?

৫. লঙ্কাকাণ্ডের মাল্যবান কে? তার সঙ্গে রাবণের কী সম্পর্ক?

৬. বিদ্যুৎজ্বিহ কে? তার প্রতি রাবনের নির্দেশটি কী ছিল?

৭. রাবণ কোন দেবতার কাছ থেকে কী বর পেয়েছিলেন?

৮. নন্দী কী অভিশাপ দিয়েছিল রাবণকে?

৯. মৃত সঞ্জীবনী ও বিশল্যকরণী ওষুধের দুটি গুণ লেখো।

১০. শুক ও সারণ কে?

১১. 'রামের সনে হউক তোমার বিষ দর্শন'-কে কখন এই অভিশাপ দিয়েছিল?

১২. 'সীতার জীবনে ভাই নাহি কিছু কাজ'- কথাগুলি প্রসঙ্গ নির্দেশ করো।

১৩. অতিকায়ের পিতার নাম কী? কোন বানে তার মৃত্যু হয়?

১৪. 'কটক চর্চিয়া ভ্রমে চর দুইজন'-এই দুজন চর কে কে?

১৫. মকরাক্ষ কে?

১৬. 'রায়বার' কথাটির অর্থ কী?

১৭. অঙ্গদ কে ছিলেন?

১৮. নল ও নীল কারা?

১৯. 'শোকেতে পাগলি সীতা গড়াগড়ি যায়'- সীতার শোকের কারণ কী?

২০. মন্দোদরী কে? তার পিতার নাম কী?

২১. মন্দোদরীর শাপটি গদ্যে লেখো।

২২. 'সীতা দিয়া রামের সনে কর তুমি মিত'-কে কাকে একথা বলেছে?

২৩. লঙ্কা কান্ড অবলম্বনে কৃত্তিবাসে একটি ভনিতা লেখো।

২৪. কুম্ভকর্ণকে কে কী বর দিয়েছিলেন?

২৫. শুক ও সারণ রামচন্দ্রের কটক পর্যবেক্ষণ করে কী অভিজ্ঞতা অর্জন করেছিল?

২৬. অতিকায়ের মায়ের নাম কী?

২৭. "রাক্ষস হইয়া কেন মনুষ্যত সাধ/ এখন যে দেখিতেছি পড়িবে প্রমাদ"- কে কাকে কথা বলেছিল?

২৮. কুম্ভকর্ণকে কে কী অভিশাপ দিয়েছিল?

২৯. রাবনের বাবা মায়ের নাম কী?

৩০. কে কার আদেশে মায়া সীতা নির্মাণ করেছিল?

৩১. কুম্ভ ও নিকুম্ভ কে ছিল? তাদের পিতা মাতার নাম লেখো।

৩২. নন্দী রাবনকে কেন অভিশাপ দিয়েছিল?

৩৩. রাম লক্ষণকে নাগপাশে কে বদ্ধ করেন?

৩৪. রামচন্দ্রের মায়ামুন্ড কে নির্মাণ করেছিলেন? তা দেখে সীতার প্রাথমিক প্রতিক্রিয়া কি হয়েছিল?

৩৫. ইন্দ্রজিৎ ও বীরবাহুর মায়ের নাম কী?

৩৬. ইন্দ্রজিতের অন্য নাম কি ছিল! সেই নাম রাখার কারণ কী?

৩৭. বালি কে? তার পুত্রের নাম কী?

৩৮. সীতাকে হরণ করার পর তাকে কোথায় রাখা হয়েছিল?

৩৯. সুষেন কে? তার তুই পুত্রের নাম লেখো।

৪০. শুক সারণ ব্যর্থ হলে ইন্দ্রজিৎ কোন দুই প্রধানমন্ত্রীকে রামচন্দ্রের খবর আনার জন্য রারণকে নির্দেশ দেন?

৪১. কৃত্তিবাসের সাতটি কাণ্ডের নাম পর পর লেখো।

৪২. ইন্দ্রজিতের উপর কত জন সৈন্যসহ কোথায় পাহারা দেবার দায়িত্ব ছিল?

৪৩. নিকুম্ভিলা যজ্ঞ সমাপ্ত করতে পারলে ইন্দ্রজিতের কী প্রাপ্তি হত? তার বদলে তার কী প্রাপ্তি হয়েছিল?


খ) ব্যাখামূলক প্রশ্ন (৫নম্বরের)

১. অঙ্গদ কে? অঙ্গদের 'রায়বার' পালার বিষয়বস্তু বর্ণনা করো।

২. "সভে মিলি তার নাম রাখে অহিরাবণ"- অহিরাবণ কে? অহিরাবণ বধ কাহিনী নিজের ভাষায় লেখো।

৩. 'লঙ্কাকাণ্ড' অবলম্বনে বিভীষণ চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও।

৪. 'অহিরাবণ-মহিরাবণ বধ' -কাহিনী সংক্ষেপে লেখো।

৫. 'লঙ্কাকাণ্ড' অবলম্বনে হনুমানের লঙ্কাদহন কাহিনীটি সংক্ষেপে লেখো। হনুমানের পিতার নাম কী?

৬. 'লঙ্কাকাণ্ড' অবলম্বনে কুম্ভকর্ণের রণবিক্রম ও পতনের কাহিনীটি সংক্ষেপে লেখো।

৭. "কটক চর্চিয়া ভ্রমে চর দুইজন"- এই দুইজন চর কে কে? তারা কী অভিজ্ঞতা অর্জন করেছিল?

৮. ইন্দ্রজিতের মায়া সীতা বধ কাহিনী সংক্ষেপে লেখো।

৯. কুম্ভ ও নিকুম্ভের যুদ্ধ ও পতনের কাহিনী সংক্ষেপে লেখো।

১০.'লঙ্কাকাণ্ড' অবলম্বনে ইন্দ্রজিৎ চরিত্র লেখো।

১১. কুম্ভকর্ণের অকাল নিদ্রা ভঙ্গের কাহিনীটি সংক্ষেপে লেখো।

১২. রাম লক্ষণকে কে নাগপাশে বদ্ধ করেছিলেন ? সেই বন্ধন থেকে তাদের মুক্তির কাহিনীটি সংক্ষেপে লেখো।


গ)আলোচনায় মূলক বড় প্রশ্ন (১০ নম্বরের)


১. 'লঙ্কাকাণ্ড' অনুবাদের কৃত্তিবাসের মৌলিকতা বিচার করো।

২. লঙ্কাকাণ্ড' অবলম্বনে রামচন্দ্রের চরিত্র লেখো।

৩. 'লঙ্কাকাণ্ড' অবলম্বনে শুক ও সারণ উপখ্যানটি ব্যাখ্যা করো।

৪. লঙ্কাকাণ্ড অবলম্বনে রাবণ চরিত্রটি বিশ্লেষণ করো।

৫. 'লঙ্কাকাণ্ড' অবলম্বনে যুদ্ধবর্ণনা প্রসঙ্গে কৃত্তিবাসের দ

ক্ষতার পরিচয় দাও।

৭. লঙ্কাকাণ্ড অবলম্বনে সীতা চরিত্রটি আলোচনা করো।


Comments