লঙ্কাকাণ্ড

 বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্স সেকেন্ড সেমিস্টারের ছাত্র ছাত্রীদের জন্য


১.তোমাদের পাঠ্য তালিকাভুক্ত রামায়ণের সম্পাদক ও প্রকাশনা সংস্থার নাম লেখো।

সম্পাদক সুখময় মুখোপাধ্যায় ও প্রকাশনা সংস্থা ভারবি।

২. কৃত্তিবাসী রামায়ণ প্রথম মুদ্রিত ও প্রকাশিত হয় কোথা থেকে?

শ্রীরামপুর মিশন থেকে ১৮০৩ খ্রিস্টাব্দে।

৩. কোন দুটি পুঁথিতে কৃত্তিবাসের আত্মকাহিনী সম্পূর্ণ আকারে পাওয়া গেছে?

বদনগঞ্জের হারাধন দত্তের পুঁথি।১৯৯৬ খ্রিস্টাব্দে দীনেশচন্দ্র সেন তাঁর 'বঙ্গভাষা ও সাহিত্য' গ্রন্থে পুঁথির আত্মকাহিনি অংশটি সর্বপ্রথম প্রকাশ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক সংগৃহীত একটি ত্রিপত্র অসম্পূর্ণ পুথি। ডঃ নীলকান্ত ভট্টাশালী ১৩৪৯ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসে ভারতবর্ষে এই পুঁথির আত্মকাহিনি অংশের নকল ও আলোকচিত্র প্রদান করেন।

৪. কৃত্তিবাসের পিতা মাতার নাম কী? তাঁর জন্মস্থান কোথায়?

পিতা- বনমালী ওঝা মাতা-মালিনী, জন্মস্থান নদীয়া জেলার ফুলিয়া গ্রাম।

৫. কৃত্তিবাসরা কয় ভাই বোন ছিলেন?

তারা ছয় ভাই ও এক বোন ছিলেন। কৃত্তিবাস, মৃত্যুঞ্জয় শান্তিমাধব, শ্রীধর, বলভদ্র এবং চতুর্ভুজ। কন্যার নাম জানা যায়নি।

৬. কৃত্তিবাসের জন্ম তারিখ কত?

কৃত্তিবাসের জন্ম হয় পূর্ণ মাঘ মাসে শ্রীপঞ্চমী তিথিতে রবিবারে। অধ্যাপক সুখময় মুখোপাধ্যায়ের মতে ১৪৪৩ খ্রিস্টাব্দের ৬ই জানুয়ারি।

৭. কৃত্তিবাসের রামায়নের সাতটি কাণ্ডের নাম পর পর লেখো।

আদিকাণ্ড, অযোধ্যা কাণ্ড, অরণ্যকাণ্ড, কিস্কিন্ধ্যাকাণ্ড, সুন্দরকাণ্ড, লঙ্কাকাণ্ড ও উত্তর কাণ্ড।

৮. "সাত শ্লোকে ভেটিলাম রাজা গৌড়েশ্বর"- এই গৌড়েশ্বর কে?

অধ্যাপক সুকুমার মুখোপাধ্যায় মতে এই গৌড়েশ্বর হলেন রুকনুদ্দিন বরাবক শাহ।

৯. অঙ্গদের পিতার নাম কী?

অঙ্গদের পিতার নাম বালী।

১০. জাম্বুবানের পিতা কে?

জাম্বুবানের পিতা হলেন ব্রহ্মা।

১১. নল ও নীলের পিতার নাম লেখো।

নলের পিতার নাম বিশ্বকর্মা এবং নীলের পিতার নাম হলেন অগ্নি।

১২. রাবন তাঁর যে দুজন মন্ত্রীকে রামের শিবিরের খবরা-খবর আনতে পাঠিয়েছিলেন তাদের নাম লেখ?

শুক ও সারণ।

১৩. রাবণ শুক ও সারণকে রামের সৈন্যশিবিরের কোন কোন খবর জেনে আসতে বলেছিলেন?

রামের সৈন্য-সামন্ত, যুদ্ধের সেনাপতি তাদের বল-বীর্যের সব খবর ভালো করে জেনে আসতে বলেছিলেন। সেই সঙ্গে বানরদের পরাক্রম, রাম লক্ষনের যুদ্ধ সম্পর্কে মন্ত্রনা, রামের সঙ্গে কতজন পরিষদ ও পাত্র মিত্র থাকে, কোন বীর রামকে পরামর্শ দেয়, যুদ্ধে প্রবেশ করে রাম কিভাবে আঘাত আনতে পারে, তার সঙ্গে কোন কোন বীর থাকবে, কোন দিক থেকে আক্রমণ করবে, কোন বীর রামচন্দ্রের সামনে জোড়হাতে দাঁড়িয়ে থাকে, কোন কোন বীর তার সঙ্গে আলোচনা করে, সেই সব খুঁটিনাটি খবর জেনে আসতে নির্দেশ দিয়েছিলেন।

১৪. রামচন্দ্র শুক সারণের মাধ্যমে রাবণকে কী সংবাদ পাঠিয়েছিলেন?

রামচন্দ্র বলেছিলেন রাবণ সমুদ্রকে অভয় মেনে সীতাকে অপহরণ করে এনেছে। আমরা সেই সমুদ্র পেরিয়েই আজ লঙ্কায় উপস্থিত। এখন রাবণকে কে রক্ষা করবে? রাত্রি প্রভাত হলেই আমি তাকে ধ্বংস করবো। তার বংশে বাতি দেবার মত আর কেউ থাকবে না‌ ধনুর্বাণ দিয়ে তার রাজছত্র কেটে ফেলবো। তার দশ মুন্ডু ধূলায় গড়াগড়ি যাবে। অন্য কারো হাতে তুলে দেবো তার রাজদণ্ড। সে যেন সীতাকে ফেরত দিয়ে আমার সঙ্গে সম্প্রীতি রক্ষা করে। তাহলেই তাঁর বংশ রক্ষা, রাজ্য রক্ষা হবে।

১৫. জম্বুদীপ নামকরণের কারণ কী?

জম্বু গাছের তলায় দ্রোণ পর্বত অবস্থিত বলে লোকে তাকে জম্বুদীপ বলে।

১৬. রাবনের জৈষ্ঠ ভ্রাতার নাম কী? তাঁর পরিচয় দাও।

কুবের কুবের হলেন ধনধিপতি যক্ষরাজ। পিতার নাম পৌলস্ত্য বা বিশ্বশ্রবা।

১৭. বিদ্যুৎ জিহ্বা কে? রাবণ তাকে কি নির্দেশ দিয়েছিলেন?

বিদ্যুৎ জিউভা একজন মায়াবী রাক্ষস রাবণ তাকে ধনুক মুণ্ডু বা মায়ামুণ্ডু নির্মাণ করার আদেশ দিয়েছিলেন।

১৮. সুগ্রিবের দুই শালার নাম কি?

সুগ্রিবের দুই শালার নাম হলো ধুম্র ও ধুম্রাক্ষ।

১৯. সরমা কে? তাঁর এরকম নামকরণের কারণ কী?

সরমা রাবণ সহোদর বিভীষণের পত্নি। মানুষ সরোবরে তার জন্ম। বর্ষাকালে মানব সরোবরের জল ক্রমশ বাড়তে বাড়তে সদ্যাজাত কন্যার কাছাকাছি চলে আসায় তার মাতা 'সরঃ মা বর্দ্ধতে' বলে নিষেধ করায় তার নাম হয়েছিল সরমা।

২০. মাল্যবান কে? তার পরিচয় দাও।

মাল্যবান রাবণের মাতামহের ভাই। গান্ধ্যবক কন্যা বেদবতীর গর্ভে এবং রাক্ষস সুকেশের ঔরসে তার জন্ম । তার অন্য দুজন ভাই এর নাম হলো মালি ও সোমালি। তার তিন পুত্রের নাম হলো বিরুপাক্ষ, মত্ত ও উন্মত্ত‌। নারায়ণের সঙ্গে যুদ্ধে পরাজিত হবার পর তিনি সস্ত্রীক পাতালে আশ্রয় গ্রহণ করেন।


Comments