বৈষ্ণব পদাবলী

 বৈষ্ণব পদাবলীর কিছু প্রয়োজনীয় তথ্য

১. বিদ্যাপতি- মাথুর, ভাবোল্লাস, প্রার্থনা, পর্যায়ের পদে শ্রেষ্ঠ
২. চণ্ডীদাস- পূর্বরাগ অনুরাগ পর্যায়ের পদে শ্রেষ্ঠ
৩. জ্ঞানদাস - আক্ষেপানুরাগ পর্যায়ের পদে শ্রেষ্ঠ।
৪. গোবিন্দদাস- অভিসার ও গৌরাঙ্গ বিষয়ক পদ রচনায় শ্রেষ্ঠ।
বিদ্যাপতি:
বিদ্যাপতির জন্মস্থান: মিথিলার দ্বারভাঙ্গা জেলার মধুবনী মহকুমার অন্তর্গত বিসফি গ্রামে আনুমানিক চতুর্দশ শতাব্দীতে বিদ্যাপতির জন্ম হয়। তাঁর বাবার নাম গণপতি ঠাকুর। বিদ্যাপতির কোলিক উপাধি ছিল ঠক্কুর।
বিদ্যাপতির উপাধি- 'মৈথিল কোকিল', 'অভিনব জয়দেব', 'কবি সার্বভৌম'।
তিনি ব্রজবুলি ভাষার স্রষ্টা।
অবহট্ট ও মৈথিলী ভাষার সংমিশ্রণে গঠিত এক কৃত্রিম শ্রুতি মধুর সাহিত্যিক ভাষার নাম ব্রজবুলি, ঈশ্বর গুপ্ত প্রথম ব্রজবুলি শব্দটি ব্যবহার করেন।
কোন কবি নিজেকে 'খেলন কবি' বলে উল্লেখ করেছেন?
বিদ্যাপতি তার অবহট্ট ভাষায় লেখা 'কীর্তিলতা' গ্রন্থে নিজেকে 'খেলন কবি' বলেছেন।

চণ্ডীদাস:
জন্মস্থান : বীরভূম জেলার নান্নুর গ্রামে।
চন্ডীদাস কে 'সহজ ভাষার সহজ ভাবের কবি' কে বলেছেন?
রবীন্দ্রনাথ ঠাকুর।

চণ্ডীদাসের দুটি পূর্বরাগ বিষয়ক পদের উদাহরণ দাও।
'সই কেবা শুনাইলো শ্যাম নাম', 'রাধার কি হইল অন্তরের ব্যথা'।
জ্ঞানদাস:
জন্মস্থান: বর্ধমান জেলার কাটোয়ার নিকট কাঁদড়া গ্রামে ষোড়শ শতাব্দীতে জ্ঞানদাসের জন্ম হয়।
চন্ডীদাসের ভাব শিষ্য কাকে বলা হয় জ্ঞানদাসকে।
জ্ঞানদাসের একটি বিখ্যাত পদের নাম লেখ।
"রুপ লাগি আঁখি ঝুরে গুনে মন ভোর।
প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর।।"

গোবিন্দদাস :
বর্ধমান জেলার কাটোয়ার নিকটবর্তী শ্রীখন্ডে মামার বাড়িতে জন্ম।
গোবিন্দদাসের একটি বিখ্যাত গৌরাঙ্গ বিষয়ক পদের নাম লেখো।
'আজু হাম কি পেখলুঁ নবদ্বীপ চন্দ'।
গোবিন্দ দাস কে বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয়।


Teacher Miss Sima ( Bengali honours, M A, B.ED)

YouTube channel link

https://www.youtube.com/@SimaGhosh90

Comments