স্নিগ্ধ-শ্যাম-বেণী-বর্ণা এসো মালবিকা" গানটির বিষয়বস্তু

 


ভাবার্থ : কাজী নজরুল ইসলাম "স্নিগ্ধ-শ্যাম-বেণী-বর্ণা এসো মালবিকা"

এই গানটির মধ্যে দিয়ে মালবিকা নামের একটি নারীকে আহ্বান জানিয়েছেন। যে নারী কালিদাসের তুলিতে অঙ্কিত অসম্ভব সৌন্দর্যের আধার। প্রতিটি পুরুষের কাঙ্খিত এই নারী আসলে প্রকৃতি কন্যা, কবির সুর সৌন্দর্যের আধার।এই নারীর দেহ ও অলংকার সজ্জার যে বর্ণনা কবি দিয়েছেন তা একেবারে স্বর্গীয়। ঘন কালো চুল এক বেণী করে বাঁধা, কানে পরেছেন অর্জুন ফুলের মঞ্জুরী দিয়ে তৈরী ঝুমকো, গলায় কদম ফুলের মালা, একেবারে লতার মতো তন্বী শরীর, কাঁখের কলসিতে রয়েছে জল সেই ভারে সে নুইয়ে পড়েছে। কবিতা তাকে আহবান করেছেন থালা ভরে কুন্দ, জুঁই, মালতিফুল নিয়ে নীল শাড়িতে সে যেন অঞ্জনা অথবা রেবা নদীর তীরে আসে। তার শাড়িতে আঁকা থাকে হংস যুগল। মস্ত বড় তার দুচোখে সাগরের সবটুকু নীল সমাহিত। এমন এক সৌন্দর্যময়ী নারীকে কবি আহ্বান করেছেন তার সুর ও সাধনার দেবী হিসেবে।



Comments